বক্সনগর, ৪ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন পূর্ব দুর্লভ নারায়ণ এলাকায় পুকুর থেকে ৯০ বছর বয়সী বৃদ্ধ অমর চাঁদ দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় দুই মাস আগে নিখোঁজ হওয়া এই বৃদ্ধের মৃতদেহ মঙ্গলবার স্থানীয় একটি পুকুরে মাছ ধরার সময় পাওয়া যায়।
জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকার বাসিন্দা অমর চাঁদ দেবনাথ তাঁর বড় ছেলে রবীন্দ্র দেবনাথের বাড়িতে কীর্তন উপলক্ষে এসেছিলেন। পূর্ব দুর্লভ নারায়ণের এই বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা পার্শ্ববর্তী প্রতিবেশী নিখিল দাসের পুকুরের পাশ দিয়ে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বৃদ্ধ পুকুরে পড়ে যান। বড় ছেলের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। তবে দীর্ঘদিন ধরে কোন খোঁজ না মেলায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন।
মঙ্গলবার সকালে পুকুর মালিক নিখিল দাস মাছ ধরার জন্য পাম্প দিয়ে পুকুরের জল কমানোর সময় মৃতদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে সোনামুড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
মৃত ব্যক্তির ছেলে রবীন্দ্র দেবনাথ জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। কিন্তু এতদিন ধরে তিনি পুকুরে তা কেউ ভাবেনি। অন্যদিকে পুকুর মালিক নিখিল দাস জানান, তিনি নিজেও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।