প্রতিবেশীর ঝগড়া মিটাতে গিয়ে দায়ের কোপে গুরুতর আহত মহিলা

গন্ডাছড়া, ৪ ফেব্রুয়ারি : সরস্বতী পূজার সন্ধ্যায় প্রতিবেশীর ধারালো দায়ের আঘাতে গুরতর আহত মহিলা। বর্তমানে আহত মহিলা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই দুস্কৃতকারীর বিরুদ্ধে গন্ডাছড়া থানায় মামলা রুজু করা হলেও সংবাদ লেখা পর্যন্ত আসামীকে গ্রেফতার বা আইনের আওতায় আনতে সক্ষম হয়নি পুলিশ। ফলে পুলিশের উপর বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

জানা গিয়েছে, সোমবার ছিল এবারের সরস্বতী পূজার শেষ দিন। ওইদিন গন্ডাছড়া মহকুমার প্রায় প্রতিটি সরকারও বেসরকারি বিদ্যালয় সহ জাতি জনজাতি অংশের বিভিন্ন গ্রাম গঞ্জে বাগদেবীর পূজা হয়। ওইদিন মহকুমার পঞ্চরতন এলাকার রামলোচন কারবারি পাড়ায়ও পূজা হয়। পূজার আনন্দে ওই রামলোচন কারবারি পাড়ার বাসিন্দা গৌরীচান চাকমার স্ত্রী শুক্লারানী চাকমা বাড়ি থেকে এক বাটি সব্জি পাশের বাড়ির রহিম চাকমার বাড়িতে দিয়ে আসে। ওইদিন বিকেল ৫টা নাগাদ বাটিটি আনতে শুক্লারানী চাকমা রহিমের বাড়িতে যায় এবং শুক্লারানী দেখেন মদমত্ত অবস্থায় রহিম চাকমা তার স্ত্রী এবং অন্যান্য পরিজনদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত রয়েছে। তখন শুক্লারানী ঝগড়া করতে নিষেধ করে রহিমকে থামাতে যায়।

ঠিক তখনই কোনকিছু বুঝে উঠার আগেই রহিম চাকমা ধারালো দা দিয়ে কোপ বসায় শুক্লারানীর গলায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শুক্লা। শুরু হয় চিৎকার চেঁচামেচি। এগিয়ে আসে প্রতিবেশীরা। পালিয়ে যায় রহিম চাকমা। গুরতর আহত অবস্থায় শুক্লারানী চাকমাকে উদ্ধার করে ভর্তি করা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে শুক্লারানী চাকমার চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। নামধাম দিয়ে গন্ডাছড়া থানায় মামলা রুজু করেন আহত শুক্লারানী চাকমার স্বামী গৌরীচান চাকমা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?