আগরতলা, ৪ ফেব্রুয়ারি : বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার আগরতলায় অনুষ্ঠিত হল মহিলাদের নিয়ে স্কুটি র্যালি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করেছিলেন। চালু হওয়ার পর থেকে এই কর্মসূচির মাধ্যমে কন্যা সন্তানদের শিক্ষার হারে ব্যাপক উন্নতি হয়েছে। ইতিমধ্যে এই কর্মসূচি সফলতার সঙ্গে ১০ বছর পূর্ণ করেছে।
ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পশ্চিম জেলা অফিসের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালির আগে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পশ্চিম জেলা অফিসের দুই পরিদর্শক যথাক্রমে বিপ্লব ঘোষ এবং দীপক লাল সাহা, পশ্চিম জেলা অফিসের সুপারভাইজার নারায়ণ দেব সহ অন্যান্যরা।
মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন বলেন, দেশের শিশুকন্যাদেরকে বাঁচানো এবং তাদের পরিপূর্ণ বিকাশ ও শিক্ষিত করে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করার আহ্বান জানিয়েছিলেন। দশ বছর এই কর্মসূচি সফলতার সঙ্গে শিশু কন্যাদের বিকাশের জন্য কাজ করছে। সেইসঙ্গে অতিরিক্ত জেলা শাসক গ্রামীণ জীবিকা মিশনের এই কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, এই মিশন মূলত মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে মহিলারাও এই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সম্পর্কে আরও বেশি করে অবগত হবেন।
তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, যারা এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা যেন মেয়েদের সুরক্ষার বিষয়ে সমাজের অন্যান্য মানুষদেরকেও সচেতন করেন। অতিরিক্ত জেলাশাসকসহ উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে কর্মসূচির সূচনা করেন। প্রায় ৫০ জন মহিলা স্কুটি নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।