কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রামে৷ মঙ্গলবার স্থানীয় মহিলা ও পুরুষ একজোট হয়ে রাস্তায় বাঁশের ব্যারিকেট তৈরি করে অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷ অনেকেই খালি কলসি, বালতি ইত্যাদি নিয়ে অবরোধে সামিল হয়েছেন৷
স্থানীয় এক যুবক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর গ্রামে দুই এবং তিন নম্বর ওয়ার্ডে পানীয় জল মিলছে না৷ যে পাম্প থেকে জল সরবরাহ করা হয় সেই পাম্প ঠিক রয়েছে৷ কারণ এই পাম্প থেকে অন্যান্য ওয়ার্ডে জল নিয়মিত সরবরাহ করা হচ্ছে৷ শুধু দুই এবং তিন নম্বর ওয়ার্ডে জল আসছে না৷ এনিয়ে স্থানীয় পঞ্চায়েত কতৃপক্ষকে জানানো হয়েছে৷ এমনকি মহকুমা শাসককেও জানানো হয়েছে৷ তারপরও সমস্যার সমাধান হয়নি৷ তাই বাধ্য হয়ে গ্রামবাসীদের একাংশ সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মিলবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা৷