উদয়পুর, ৩ ফেব্রুয়ারি : সরকারি জমি দখল করা নিয়ে গোমতী জেলার ফুলকুমারি এলাকায় রক্তারক্তি কান্ড ঘটল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গিয়েছে, কিছুদিন ধরে গোমতী জেলার উদয়পুর মহকুমার এক নম্বর ফুলকুমারি এলাকায় সরকারি জমি দখল করার অভিযোগ উঠে।অবশেষে সোমবার এলাকার উপপ্রধান শেখর দাশের নেতৃত্বে সরকারি জমি দখল করার সময় এলাকার সঞ্জীত দাস ও তার ছেলে রাজেশ দাস প্রতিবাদ করতে থাকে। এই খবর পেয়ে এলাকার প্রধান ছুটে আসেন ঘটনাস্থলে। এমন সময় প্রধানকে আক্রমণ করতে থাকে বেশ কয়েকজন লোক। প্রতিবাদ করায় সঞ্জিত দাসকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন। নিয়ে যাওয়া হয় সঞ্জিত দাসকে গোমতী জেলা হাসপাতালে। ছুটে আসে পুলিশ।
সমস্ত ঘটনার বিবরণ দিতে গিয়ে সঞ্জিত দাস বলেন উপপ্রধানের নেতৃত্বে তার উপর আক্রমণ করা হয়। তারা হল শিবু দাস, রামু দাস, লক্ষ্মণ দাস ও প্রফুল্ল দাস। এই চারজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।