গন্ডাছড়া, ৩ ফেব্রুয়ারি : ধলাই জেলার গন্ডাছড়ায় শনিবার রাতে রানা চৌধুরীর দোকানে চুরির ঘটনার পর রবিবার রাতে নারায়ণপুর চৌমুহনি বাজারে হানা দেয় চোরের দল। রবিবার রাতে নারায়ণপুর চৌমুহনি বাজারের তিনটি দোকানে চুরি হয়। নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সরঞ্জাম হাতিয়ে নেয় চোরের দল। নিঃস্ব হয়ে গেল তিনটি দোকানের মালিক।
জানা গিয়েছে, রবিবার ছিল স্বরসতী পূজার বাজারহাট করার দিন। নারায়ণপুর বাজারের অনেক ব্যবসায়ীর দোকান বন্ধ করতে দেরিও হয়। সকলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সোমবার সকালে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মদন মন্ডলের দোকানে এসে পরিস্থিতি দেখেই চক্ষু চড়ক গাছ। একে একে লক্ষ করেন তিনটি দোকানে চুরি হয়েছে।
খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দোকান মালিক মদন মন্ডল জানান, নিজের দোকানের দুইটি সিডি প্লেয়ার মেশিন সহ নতুন দুইটি উন্নতমানের ব্যাটারি এবং ভাইয়ের হার্ডওয়ারের দোকানের তালা ভেঙে নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল। পুলিশ তথ্য লিপিবদ্ধ করে চলে গিয়েছে। বাজারে পুলিশের রাত্রিকালীন টহলদারি জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।