গর্জিতে সরকারি জমি নিয়ে বিবাদ, ছুটলেন ডিসিএম ও পুলিশ

উদয়পুর, ৩১ জানুয়ারি : সরকারি জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে গেমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে যেতে বাধ্য হয় গর্জি ফাঁড়ির পুলিশ এবং উদয়পুর মহকুমার ডেপুটি কালেক্টর। ‌শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে গর্জি বাজারের পাশে। ‌

উদয়পুর মহকুমার গর্জি একটি মিশ্র বসতি এলাকা। বহুদিন ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তি সম্প্রীতিতে বসবাস করে আসছে। কিন্তু বুদ্ধিজীবী মহলের মতে গর্জি এলাকার বিভিন্ন প্রান্তে আচমকা কিছু লোক সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজকর্ম করছে কিছু লোক প্রাচীন এই মিশ্র বসতির এলাকাটির সম্প্রীতি ও মিলন ভাবনাকে দূষিত করার চেষ্টা করছে বলে অভিযোগ।

গর্জি এলাকায় তৈনানী রাস্তার মুখে কল্যাণ সংঘ নামের একটি ক্লাব এবং পার্শ্ববর্তী আফজল মিয়ার সরকারি জায়গার ভোগ দখল নিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আফজল মিয়ার পরিবার এবং কল্যাণ সংঘ দুটিরই স্থায়িত্ব গর্জির ওই এলাকাতে বহু প্রাচীন বলে জনগণের অভিমত। কিন্তু ইদানিং ঘন ঘন বিষয়টি নিয়ে ঝামেলা হচ্ছে। আফজল মিয়ার পরিবারের অভিযোগ, সরকারি রাস্তার পাশেই তাদের জায়গা। সেই মূলে পার্শ্ববর্তী সরকারি তথা পূর্ত দফতরের জায়গাটি ভোগ দখলের অধিকার তাদের পরিবারের। আফজল মিয়ারা আরও অভিযোগ করেন, কল্যাণ সংঘ নামের ক্লাবটির কোন রেজিস্ট্রেশন নেই এবং জোর করে তাদের জায়গার সামনের জায়গাটি ক্লাব দখল করে আছে এবং সেখানে অন্যায় ভাবে অনুমতিবিহীন মাটি ফেলছে। আফজল মিয়ার পরিবারের লোকজন ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেন।

এদিকে ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে, কল্যাণ সংঘ এলাকার বহু প্রাচীন একটি ক্লাব এবং এই ক্লাবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড করা হয়। ক্লাব সদস্যরা আফজল মিয়ার কাছ থেকে সঠিক মূল্য দিয়ে জায়গা ও রাস্তা ক্রয় করে নিতে চেয়েছিলেন। ‌ এসব নানা ব্যাপার নিয়ে বাকবিতণ্ডা বাড়তে বাড়তে শুক্রবার ক্লাবের সদস্য এবং আফজল মিয়ার পরিবারের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। গর্জি থানার পুলিশ এবং উদয়পুর মহাকুমা অফিসের ডেপুটি কালেক্টর দ্রুত সেখানে ছুটে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও আফজল মিয়ার পরিবারের লোকজনদের শান্ত করার চেষ্টা করে। এই ঘটনায় এখনো এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে পুলিশ প্রশাসন এই বিষয়ে জরুরি কালীন হস্তক্ষেপ না করলে এই নিয়ে উত্তেজনা আরো চরমে পৌঁছতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?