আগরতলা, ৩০ জানুয়ারি : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ পরে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা কর্মীরা৷
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পিসিসি সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, গান্ধীজির যে জীবন ধারা সত্য, অহিংসা আমাদের অনুপ্রেরণা৷ গান্ধীজিকে স্মরণ করে আমরা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করি৷ গান্ধীজির যে বিচারধারা তা আমদের পাথেয়ে৷ ধর্মান্ধতা নিয়ে যারা দেশকে পরিচালনা করতে চায়, যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমান করে শাসন ক্ষমতা পরিচালনা করতে চায় সেই বিচারধারার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে৷