তেলিয়ামুড়া, ৩০ জানুয়ারি : বাড়ি থেকে নিখোঁজ হওয়ার নয়দিন পরও ছেলের হদিশ না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে যাচ্ছেন বাবা। নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস। বাবা দুলাল বিশ্বাস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়।
২২ জানুয়ারি বুধবার খাওয়া-দাওয়া সেরে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাস বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ওইদিন রাত পর্যন্ত সে বাড়ি ফিরেনি। পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি অভিজিৎ এর সন্ধান।
পরে তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। নয়দিন অতিক্রান্ত হলেও ছেলের কোন সন্ধান না পয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন দুলাল বিশ্বাস। তিনি জানান, ছেলে নিখোঁজের বিষয়টির অন্য কোন কারণ থাকতে পারে। তবে ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন দুলালবাবু।