গন্ডাছড়া, ৩০ জানুয়ারি : ধলাই জেলার গন্ডাছড়ায় চোরের দৌরাত্ম্যে নাভিশ্বাস। চোরের দল হানা দিচ্ছে গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন বিভিন্ন গ্রামে। তাও দিন দুপুরে। বৃহস্পতিবার দুপুরে ষাটকার্ড গ্রামের শিক্ষক প্রদীপ দেবনাথের বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল হাতিয়ে নেয় চোরের দল।
বাড়ির মালিক শিক্ষক প্রদীপ দেবনাথ জানান, মেয়ের পড়াশুনার জন্য স্ত্রী আগরতলায় থাকেন। অন্যান্য দিনের মতই বৃহস্পতিবার বেলা দশটায় বাড়ি থেকে বেরিয়ে যান শিক্ষক প্রদীপবাবু। বাড়ি ছিল একেবারেই ফাঁকা। বেলা সাড়ে বারটায় সংবাদ পেয়ে বাড়িতে ছুটে এসে চক্ষু চড়ক গাছ প্রদীপ দেবনাথের। বাড়িতে ঢুকে প্রতিবেশী সহ প্রদীপবাবু দেখতে পান বারান্দার গ্রিলের দরজা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখা যায় মূল কক্ষের দরজা ভাঙ্গা এবং ভিতরে থাকা শোকেস -এর দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। গ্যাস সিলিন্ডারটিও হাতিয়ে নেয় চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ডাছড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করে ফিরে আসে।