বিলোনিয়া, ৩০ জানুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পি আর বাড়ি থানার অন্তর্গত ওয়াংছড়া এলাকায় অভিযান চালিয়ে ধ্বংস করা হল গাঁজা বাগান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিলোনিয়া মহাকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, নবম ব্যাটেলিয়ান টিএসআর, ৪৩ নম্বর ব্যাটেলিয়ান সীমান্ত রক্ষী বাহিনী ও বন দপ্তরের কর্মীরা।
এই যৌথ অভিযানে ছিলেন পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস, ৪৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের এসআই পুনা রাম, তৃষ্ণা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার। অভিযানে ওয়াংছড়া গভীর জঙ্গলে পাঁচ একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান। সাতটি প্লটে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশ পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়। কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে ঘটনাস্থলে গাঁজা গাছগুলি ধ্বংস করা হয়। পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে। এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানান পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস।