চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা এসটিজিটি উত্তীর্ণ বেকারদের

আগরতলা, ৩০ জানুয়ারি : চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল এসটিজিটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রায় ২৫ মিনিট বিক্ষোভ প্রদর্শনের পর তাদের আটক করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছিলে এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা। অবিলম্বে চাকরির দাবিতে আন্দোলনে নামার কথাও ঘোষণা করেছিলেন তারা । বৃহস্পতিবার সকালে নিরাপত্তার ফোকর গলে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ব্যানার এবং পোস্টার নিয়ে শামিল হয়ে চাকরি প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন তার। বিক্ষোভ প্রদর্শনকারীদের ঠেকাতে পারেনি নিরাপত্তার কাজে নিযুক্ত পুলিশকর্মীরা। প্রায় ২৫ মিনিট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা। খবর পেয়ে পৌঁছে বিশাল পুলিশবাহিনী। প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ কর্মীরা। পরে বিক্ষোভকারীদের আটক করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন বিক্ষোভ প্রদর্শনে শামিল এক চাকরি প্রার্থী জানান, তারা প্রতিটি মুহূর্ত যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছেন। রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত শূন্যপদ পড়ে রয়েছে। অথচ পরীক্ষা দিয়ে যোগ্যতা সম্পন্ন করার পরও তাদের নিয়োগ করা হচ্ছে না। এই সমস্ত কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্যেই তারা এখানে শামিল হয়েছেন বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?