ধর্মনগর, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তল্লাশি চালায় ধর্মনগরের আরপিএফ। শনিবার ধর্মনগর রেল স্টেশনে এই তল্লাশি চালানোর সময় চারটি সন্দেহজনক কার্টন দেখতে পান আরপিএফ জওয়ানরা।কার্টনগুলিতে তল্লাশি চালানোর পর প্রথমে এগুলিতে গুড়ের প্যাকেট দেখা যায়। তবে প্যাকেট সরাতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট।
আরপিএফ জওয়ানরা জানিয়েছেন, গাঁজাগুলি চকলেট আকৃতির প্যাকেটের মধ্যে মোড়ানো ছিল। মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এই চারটি কার্টন থেকে। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি আরপিএফ। ওই আরপিএফ জওয়ান আরও বলেন, নেশা কারবারিরা সড়কপথের পরিবর্তে রেলপথকে বেশি ব্যবহার করছে। বিভিন্ন রেল স্টেশনে নেশাজাতীয় দ্রব্য উদ্ধারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কখনো দেশীয় নেটওয়ার্কের মাধ্যমে, আবার কখনো আন্তর্জাতিক অনুপ্রবেশের মাধ্যমে এ ধরনের নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টায় লিপ্ত রয়েছে মাদক পাচার চক্র।
ধর্মনগর আরপিএফ-এর আধিকারিক বিষ্ণু পান্ডা দাস জানান, নেশা কারবারিরা যতই নতুন পন্থা অবলম্বন করুক, আমরা তাদের চক্রান্ত ব্যর্থ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের টিম প্রতিনিয়ত তৎপর রয়েছে। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে স্থানীয়দের সহযোগিতা এবং রেলপথে তদারকি আরও বাড়ানোর কথা বলেছেন আরপিএফ কর্মকর্তারা।