আগরতলা, ২৫ জানুয়ারি : সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হয় ত্রিপুরায়ও। মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিক ভবনে। জাতীয় ভোটার দিবসে থিম হল “ভোট দেওয়ার মতো কিছুই নয়, আমি নিশ্চিত ভোট দেব”। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য নির্বাচন কমিশন এর কমিশনার শরদিন্দু চৌধুরী, ইলেক্টোরাল অফিসার ব্রিজেশ পান্ডে, এডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার উষাজৈন মগ, পশ্চিম এিপুরা জেলাশাসক বিশাল কুমার, জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, প্যারা সুইমার সমীর বর্মন সহ অন্যান্যরা।
২০২৫ সালের জাতীয় ভোটার দিবসের ক্যালেন্ডার উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে পাঁচজন নতুন ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড প্রদান করেন মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিব জে কে সিনহা বলেন, জাতীয় ভোটার দিবসের লক্ষ্য প্রতিটি যোগ্য ভোটারকে চিহ্নিত করে নাম নথিভুক্ত করা। তাছাড়া নির্বাচনে নির্ভিকভাবে ধর্ম, জাতি, সম্প্রদায় কিংবা ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে এবং কোন প্রকার প্রলুদ্ধ না হয়ে ভোটদানে যুব সম্প্রদায়ের ভোটারদের উজ্জীবিত করা। পাশাপাশি তিনি আরো বলেন গত বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটারদের সংখ্যায় শতকরা হার বেড়েছে। এদিনের অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার, প্যারা সুইমার সমীর বর্মন সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিএলওদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।