সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালাচ্ছে সিপিআইএম : বিজেপি

আগরতলা, ২৫ জানুয়ারি : নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম। এইটা কোনভাবেই কাম্য নয়, কারণ জনগণের কাছে সব কিছুর তথ্য রয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের সমাবেশে সরকারের বাঁধা দেওয়ার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

নবেন্দু ভট্টাচার্য্য বলেন, দেশ সংকটের সময় আরএসএস রাষ্ট্র স্বার্থে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। বিগত দিনে ক্ষমতাসীন কংগ্রেস সংবিধান এবং সংবিধান রচয়িতাকে অপমান করেছে। আজ তারাই সংবিধানকে মাথায় তুলে বিভিন্ন জায়গায় প্রচার- প্রসার করছে।

তাঁর অভিযোগ, সংবিধানে দেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। কিন্তু কংগ্রেস সরকার ওই সংবিধানকে সংশোধন করে সব ছবি মুছে ফেলেছে। আজ সেই কংগ্রেস সংবিধান নিয়ে বড় বড় মন্তব্য করছে। কিন্তু বিজেপি সরকার সংবিধানকে সম্মান দিয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময় দেশে যখন সংকট দেখা দিয়েছিল ওই সময় রাষ্ট্র স্বার্থে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে আরএসএস। আজ এই আরএসএস নিয়ে ভুল মন্তব্য করছে কংগ্রেস।

এদিন তিনি সিপিআইএমের রাজ্য সম্মেলন নিয়ে সরকারের বাঁধা দেওয়ার অভিযোগ নিয়ে বলেন, সিপিআইএম গণতন্ত্র মানে না। কিন্তু গনতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে। সরকারি স্থানে জনসমাবেশ করতে চাইলে আবেদন করতে হয়। তার মানে এই না যে সরকারি কর্মসূচি বাদ দিয়ে, ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটিয়ে সিপিএআইমকে স্থান দেওয়া হবে। আসলে নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম। এইটা কোনভাবে কাম্য নয়, কারণ জনগণের কাছে সব কিছুর তথ্য রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?