বিশালগড়ে নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে হামলার মুখে প্রশাসনের আধিকারিকরা

বিশালগড়, ২৫ জানুয়ারি : ১৪ বছরের নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন কসবায়।

জানা গিয়েছে, বিশালগড় মহকুমার কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪ বছরের নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশকর্মীরা। কোনক্রমে প্রাণ বাঁচিয়ে নাবালিকাকে নিয়ে ফিরলেন প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার গভীর রাতে প্রশাসনের কাছে খবর আসে কসবা এলাকায় ১৪ বছরের নাবালিকার বিয়ে হচ্ছে। সেই খবর পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসের আধিকারিক চাইল্ড লাইন ও মহিলা থানার পুলিশকে সাথে নিয়ে সেই বাড়িতে যায়।

অভিযোগ লাঠিসোঁটা নিয়ে ওই বাড়ির লোকজন প্রশাসনের কর্মকর্তাদের উপর আক্রমণের চেষ্টা করে। পরে অবশ্য পুলিশের দাবড়ানিতে পালিয়ে যায় হামলাকারীরা। বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায়।

প্রসঙ্গত, ত্রিপুরা সরকার বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি চালিয়েছে কিন্তু একাংশ অভিভাবকদের অসচেতনায় কোনভাবেই বন্ধ হচ্ছে না এই বাল্যবিবাহ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?