আগরতলা, ২০ জানুয়ারি : ত্রিপুরা সরকার বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্যের স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে। ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। পড়াশোনার খরচ কমানোর জন্য রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে। এই পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার আগরতলায় যৌথ ভাবে আন্দোলন কর্মসূচি পালন করল বামপন্থী দুটি ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ।
এই দুটি সংগঠনের সদর ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে তারা তাদের দাবি সম্বলিত প্লে কার্ড এবং ব্যানার প্রদর্শন করে। মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছে এবং সেখানে ধর্ণা প্রদর্শন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব। মিছিল শুরুর আগে তিনি বলেন, মূলত পাঁচটি দাবিকে সামনে রেখে তারা এদিন আন্দোলন কর্মসূচি করছেন। তাদের এই দাবিগুলি ছাত্র-ছাত্রীদের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজ্য সরকারকে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাবে।