আগরতলা, ২০ জানুয়ারি : ত্রিপুরাকে নেশা মুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস জারি রেখেছে এবং ত্রিপুরাকে নেশা মুক্ত করা হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সোমবার বিশ্রামগঞ্জে ২০০ শয্যা বিশিষ্ট নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ভার্চুয়াল ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন সিপাহীজলা জেলা পরিবহণ অফিস এবং জেলা সার্কিট হাউজ ভবনেরও ভার্চুয়াল ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এদিনে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ভুমি পূজন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশ প্রশাসনের নেশার বিরুদ্ধে কোঠোর লড়াইয়ের জন্য একাধিক থানা এবং বিভিন্ন পুলিশ অফিসাররা কিছুদিন পূর্বে সম্মানিত হয়েছেন। রাজ্যটাকে আগের সরকার একটা নেশার করিডোরে তৈরি করে গিয়েছিল। ২০১৮ সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর ত্রিপুরাকে নেশা মুক্ত করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়িকা অন্তরা সরকার দেব, বিধায়ক সুবোধ দেববর্মা, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক কিশোর বর্মন, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে সচিব কিরণ গিত্যে, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শীব জাসওয়াল, জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি সহ অন্যান্যরা।