আগরতলা, ১৭ জানুয়ারি : প্রতিকূল পরিস্থিতিতে থেকেও কিভাবে জীবনে সফল হওয়া যায় তার অন্যতম উদাহরণ অদ্বৈত মল্লবর্মন। শুক্রবার আগরতলায় রামঠাকুর কলেজের প্রমোদ মুক্ত মঞ্চে অদ্বৈত মল্লবর্মনের সমাজ ভাবনা শীর্ষক এক আলোচনা চক্রে এই কথা জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার ,আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রামঠাকুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পাপড়ী দাস সহ অন্যান্যরা।
এবছর ১ জানুয়ারি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের জন্মদিবস রাজ্যেও পালিত হয়। এই জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার রামঠাকুর কলেজে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক আলোচনা-চক্র অনুষ্ঠিত হয়।এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল অদ্বৈত মল্লবর্মনের সমাজ ভাবনা। এই আলোচনা চক্রের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
এই আলোচনা চক্র প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে।এই ধরনের রাজ্যভিত্তিক আলোচনা চক্রে উপস্থিত থাকতে পেরে তিনি খুশি। এই আলোচনা চক্র থেকে অদৈত মল্লবর্মন সম্পর্কে ছাত্র-ছাত্রীরা বিশদভাবে জানতে পারবেন বলে মনে করেন তিনি। মন্ত্রী সুধাংশু দাস জানান, অদ্বৈত মল্লবর্মনের সংগ্রামী জীবন এক অনুপ্রেরণার স্রোত।
আলোচনা চক্রে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি তাঁর বক্তব্যে অদ্বৈত মল্লবর্মনের জীবনের বিভিন্ন দিক কথা তুলে ধরেন।