বিশালগড়, ১৭ জানুয়ারি : পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড়ের পূর্ব গকুলনগরে। মৃত যুবকের নাম বাদল চন্দ্র সরকার।
জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকার বাদল চন্দ্র সরকার মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছিলেন। শুক্রবার সকালে পূর্ব গোকুলনগর ভূঁইয়ার মাথা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেই পরিত্যক্ত ঘরে প্রবেশ করতেই দেখতে পায় বাদল চন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ।
খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদল চন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।