কৈলাসহর, ২৫ ডিসেম্বর: ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভীষ্মপ্রতীম এক আদর্শ পুরুষ। যিনি দেশের গ্রামীণ মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের জন্য অন্ত্যোদয় যোজনা চালু করেছিলেন। যার সুফল ভোগ করছেন এখন গোটা দেশের মানুষ। শৈবতীর্থ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বুধবার দু’দিনব্যাপী দ্বিতীয় অটল কবিতা ও সাহিত্য উৎসব এর উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, অটলবিহারী বাজপেয়ীর কবি প্রতিভাও ছিল অনন্য। তিনি তাঁর কবিতার মধ্য দিয়ে এক সুন্দর ভারত গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। অটলবিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী হন তখন দেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এক নতুন উদ্যমে কাজ শুরু করেন। তাঁর প্রদর্শিত পথেই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত প্রতিষ্ঠার দিকে দেশ এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এই অটল কবিতা ও সাহিত্য উৎসব ২৫ ও ২৬ ডিসেম্বর উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। উৎসবে দু’দিন বহুভাষী কবিতা পাঠ এবং দ্বিতীয় দিন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। উৎসবে অটলবিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি মিলন কান্তি দত্ত। পুরস্কার স্বরূপ কবিকে শাল চাদর, ১ লক্ষ টাকা ও মানপত্র দেওয়া হয়।