রাজ্য সরকার জনকল্যাণে সুশাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ ডিসেম্বর : জনগণ যাতে প্রশাসনের সমস্ত সুযোগ সুবিধা সহজে ও স্বচ্ছতার সাথে পেতে পারেন সেই লক্ষ্যে ত্রিপুরায় প্রশাসনকে গণমুখী করে তোলা হচ্ছে। বুধবার আগরতলায় প্রজ্ঞাভবনে সুশাসন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সুশাসনের লক্ষ্য হচ্ছে সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবাগুলি সমাজের প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া। রাজ্য সরকার জনকল্যাণে সুশাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ স্বচ্ছতার সাথে প্রান্তিক জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসকে আজ দেশব্যাপী সুশাসন দিবস হিসেবে পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, অটলবিহারী বাজপেয়ী ছিলেন একাধারে একজন বিখ্যাত রাজনীতিবিদ, কবি ও সাহিত্যিক। ভারতের স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। অটলবিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল দেশ থেকে দুর্নীতি নির্মূল করা। সেই লক্ষ্যে তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অক্লান্ত অবদান রেখেছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্যে, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত মুখ্য বনসংরক্ষক চৈতন্য মূর্তি প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?