বক্সনগর, ২৫ ডিসেম্বর : ত্রিপুরার যাত্রাপুর থানা এলাকার পশ্চিমাঞ্চলে শাল বাগানের ভেতর দীর্ঘদিন ধরে বেআইনি গাঁজা চাষের খবর পেয়ে বুধবার একটি বড় অভিযান চালায় পুলিশ। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে চারটি প্লটের কয়েক হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে।
অভিযান চলাকালীন সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, টিএসআর জওয়ান এবং এসপিও জওয়ানরা উপস্থিতি ছিলেন। অভিযানের বিষয়ে ওসি সুব্রত দেবনাথ জানান, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গাঁজা চাষের অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনগণের মধ্যে কিছু লোক দূর থেকে পুরো অভিযান প্রত্যক্ষ করলেও কেউ বাধা দেওয়ার সাহস করেনি। গাঁজা গাছগুলি কয়েকদিনের মধ্যেই কেটে নেওয়ার পরিকল্পনা ছিল। ফলে এই অভিযানে গাঁজা চাষীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, বেআইনি গাঁজা চাষ বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয় জনগণ এবং পরিবেশ সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও কিছু চাষী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে, এভাবে গাঁজা বাগান ধ্বংস না করে বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। অন্যথায় চাষীরা ক্ষতিগ্রস্ত হবে।
উল্লেখ্য, যাত্রাপুর এলাকায় গাঁজা চাষ দীর্ঘদিন ধরে চলে আসছে। পুলিশ বলছে, মাদকের ব্যবহার এবং এর অবৈধ ব্যবসা বন্ধ করতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। অভিযানে ধ্বংস হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা। পরবর্তী সময়ে এই ধরনের চাষ পুরোপুরি বন্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ।