গন্ডাছড়া, ২৪ ডিসেম্বর : ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে নতুন বিজেপি মন্ডল সভাপতিকে সংবর্ধনা দিলেন দলের কর্মীরা। ত্রিপুরায় বিজেপির ৬০টি মন্ডলের সভাপতির নাম ঘোষণা হয় সোমবার।মঙ্গলবার রাইমাভ্যালির মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরাকে সংবর্ধনা দিলেন বিজেপির কর্মীরা।
৪৪ রাইমাভ্যালির মন্ডল সবাপতি কে হবেন তা নিয়ে গত কয়েকদিন গন্ডাছড়ায় বিজেপি কর্মীদের মধ্যে চলছিল উৎকণ্ঠা। শেষ পর্যন্ত মন্ডল সভাপতি হিসাবে নিযুক্ত হন গন্ডাছড়ার বদন্যাপাড়ার বাসিন্দা ধন্যমানিক ত্রিপুরা। ধন্যমানিক ত্রিপুরা রাইমাভ্যালীর মন্ডল সভাপতি হওয়ার পরই ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরাকে নিয়ে মঙ্গলবার গন্ডাছড়া পৌঁছান। এদিন সন্ধ্যায় গন্ডাছড়ায় পৌছতেই সংবর্ধনা দেন দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। এরপরই নব নিযুক্ত মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরাকে নিয়ে শত শত কর্মীরা ৱ্যালী সংগঠিত করেন। নব নিযুক্ত মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা জানান, তিনি সকল অংশের কর্মীদের নিয়ে সংগঠনকে মজবুত করতে চান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, স্থানীয় নেতৃত্ব সুজিত দাস, তপন চৌধুরী, নারী নেত্রী স্বতি চাকমা সানোয়াল সহ সব কয়টি বুথের সভাপতিরা।