মোহনপুর, ২৪ ডিসেম্বর : ত্রিপুরায় ৪ লক্ষ ৮ হাজার ৭২৭ জনকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। এজন্য বছরে ব্যয় হচ্ছে ৭৮৯ কোটি ৯৭ লক্ষ টাকা। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে দিব্যাঙ্গজনদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার সবাইকে নিয়ে চলতে চায়। সমাজের সব অংশের মানুষের উন্নয়ন হলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ডাক দিয়েছেন। তাঁর এই কর্মসূচিকে পাথেয় করেই রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই উন্নয়ন কর্মযজ্ঞ থেকে দিব্যাঙ্গজনেরাও বাদ পড়বেনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও দীপক চন্দ্র সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়াপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ।