আগরতলা, ২৪ ডিসেম্বর : ত্রিপুরা পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং আগরতলা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সাথে যৌথ অভিযানে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জিআরপি থানার ওসি তাপস দাস জানান, সিপাহীজলা জেলার সোনামুড়ার মতিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল শহিদ মিয়া (৩৩) ও ফয়জল মিয়া (১৯)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একটি মানব পাচার মামলার সাথে জড়িত ছিল এবং তাদের আটক করার জন্য বহুবার অভিযান চালানো হয়েছে। কিন্তু আটক করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গ্রেফতার করা হয়। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
প্রসঙ্গত, অবৈধভাবে ভারতে অপ্রবেশের অভিযোগে রবিবার আগরতলা রেলস্টেশনে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে আগরতলা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ।