গন্ডাছড়া, ২৪ ডিসেম্বর : প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য যেমন বনকে রক্ষা করতে হবে তেমনি বন্য পশুদেরও রক্ষা করতে হবে। বন এবং বন্য পশুদের রক্ষার দায়িত্ব শুধুমাত্র বন কর্মীদের নয়। বন ও বন্য পশুদের রক্ষার দায়িত্ব আমাদের সকলের। বন আর বন্য পশু রক্ষা হলেই আমাদের পরিবেশ এবং ভারসাম্য রক্ষা হবে। গোমতী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত গন্ডাছড়া বন অফিসের রেঞ্জ অফিসার কল্যাণজয় রিয়াং একথাগুলি বলেন।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে গন্ডাছড়া মহকুমা বন অফিসের পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্য এবং রেঞ্জ অফিসার কল্যাণজয় রিয়াং বনকর্মীদের সঙ্গে নিয়ে মহকুমার নারায়ণপুর চৌমুহনি এলাকা থেকে তিন মাসের একটি হরিণ শাবক উদ্ধার করে। বর্তমানে ওই হরিণ শাবকটি খূব যত্ন সহকারে বন অফিসে রয়েছে। উক্ত অফিসের বন পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্য জানান, সোমবার বিকাল নাগাদ নারায়ণপুরের দুই পশু প্রেমিক অতীশ চন্দ্র দাস এবং অভিজিৎ রুদ্রপাল ওই এলাকার কোন এক জঙ্গল থেকে আনুমানিক তিনমাস বয়সী ওই হরিণ শাবকটি উদ্ধার করে।
সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে বনকর্মীরা ওই এলাকায় গিয়ে উক্ত যুবকদের কাছ থেকে হরিণ শাবকটিকে উদ্ধার করে এবং পশু হাসপাতালে নিয়ে গিয়ে শাবকটির স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। পেট্রল অফিসার নবেন্দু ভট্টাচার্য আরো জানান এসডিএফও গৌতম দেববর্মার মতামত নিয়ে শাবকটির পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।