স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। বৃহস্পতিবার জয়নগর নবদীগন্ত ক্লাব সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একই সাথে তাদেরকে প্রতিষেধক দেওয়া হয়। পুর নিগমের সাফাই কর্মীরা কাজ করার সময় হাত বা পা কাটার সম্ভাবনা থেকে যায়। তাই তাদেরকে টকসাইড ও হেপাটাইটিস বি প্রতিষেধক দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ সিদ্ধার্থ শিব যায়সবাল,এডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার শ্রী অক্ষয় লাব্রো সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের ৪ শতাধিক সাফাই কর্মী রয়েছে। তাদের সকলকে এই প্রতিষেধক দেওয়া হবে। বৃহস্পতিবার পর্যন্ত ৩০০ সাগাই ক্রমিকে প্রতিষেধক দেওয়া হয়েছে বলে জানান পুর নিগমের আধিকারিকরা।