কদমতলা, ২৪ ডিসেম্বর : সাত দফা দাবি আদায়ে এবার স্কুলে আন্দোলন ছাত্রছাত্রীদের। ঘটনা কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলে। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ২৩ ডিসেম্বর থেকে তাদের আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আন্দোলনের দ্বিতীয় দিনেও তাদের কথা শুনার জন্য এখন পর্যন্ত কেউ সেখানে আসেননি।
জানা গিয়েছে স্কুলের প্রাতঃ বিভাগে শিক্ষক শিক্ষিকা রয়েছে তিনজন এবং দুপুরের বিভাগে ছয়জন। কয়েক দিন আগে ওই স্কুলের একজন শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলী করা হয়েছে। যার ফলে এই আন্দোলনের সূত্রপাত। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে এর মধ্যে রয়েছে, শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে। স্কুলের বাউন্ডারি দিতে হবে। স্কুলের জন্য গেট নির্মাণ করতে হবে। খেলার মাঠে গোল পোস্ট নির্মাণ করতে হবে। স্কুলের ভেতরে একটি ডাইনিং হল নির্মাণ করতে হবে। স্কুলে একজন প্রধান শিক্ষক দিতে হবে এবং হাই স্কুলকে উচ্চমাধ্যমিক স্কুলে পরিণত করতে হবে। এই দাদি গুলি নিয়ে তাদের আন্দোলন চলছে। এই আন্দোলনের খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। তবে শিক্ষা দপ্তর থেকে কোন আধিকারিক সেখানে যাননি। ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে।