অমিত শাহ আমাকে ত্রিপুরায় না পাঠালে আজও ত্রিপুরা মুক্তি পেত না : বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৩ ডিসেম্বর : অমিত শাহ আমাকে ত্রিপুরায় না পাঠালে আজও ত্রিপুরা মুক্তি পেত না। সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান উৎসবের উদ্বোধন করে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

সোমবার রাজধানী আগরতলা শহরের বটতলায় মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজননকর্মী এসোসিয়েশনের উদ্যোগে মেগা রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ধরনের রক্তদান শিবির আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের রক্তদান শিবির জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বক্তব্যে বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন তিনি। তিনি বলেন, কিছু দল রয়েছে যারা পারিবারিক পার্টি চালান। এই ক্ষেত্রে বিশেষ করে কংগ্রেসের নাম নিতে হয়। ওরা আমাদের পছন্দ করবে না ।কারণ আমরা পারিবারিক রাজনীতি করি না।

তিনি আরো জানান, সাধারণ মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে আসা। গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন পার্লামেন্টে আছেন। পার্টি যে দায়িত্ব দেয় সেটা করার চেষ্টা করেন ।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন, আমাদের নেতা নরেন্দ্র ভাই মোদী চায়ের স্টল থেকে উঠে রাজনীতিতে এসে লড়াই সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছেন। আর বড় বড় পরিবার থেকে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের ইতিহাস রাজ্যবাসীর জানা। তারাই ত্রিপুরাকে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছিল। তিনি বলেন, অমিত শাস যদি ত্রিপুরাতে তাকে না পাঠাতেন তবে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?