বিলোনিয়া, ২১ ডিসেম্বর : সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির চতুর্থ সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে সন্মেলন।
এই সন্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে। ফ্ল্যাগ, পোস্টার সহ ব্যানার লাগানো হচ্ছে। পাশাপাশি চলছে সন্মেলন কে সামনে রেখে দেওয়াল লিখন। বামপন্থী নেতা কর্মীরা মিলে বিলোনিয়া শহরেকে দলীয় পতাকা সহ পোষ্টার, ব্যানার দিয়ে সাজিয়ে তুলছেন। কর্মীদের সাথে প্রচার সজ্জাতে হাত লাগিয়েছেন সিপিআইএম জেলা, মহকুমা, অঞ্চল স্তরের নেতৃত্বরা। প্রচার কর্মসূচিতে ছিলেন দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বাম বিধায়ক দীপঙ্কর সেন সহ অন্যান্য নেতৃত্বরা। জানা যায় ১৬০ জন প্রতিনিধি এই জেলা সন্মলনে অংশ নেবেন। এই সন্মেলন থেকে আগামীদিনের বামপন্থী আন্দোলনের কর্মসূচির রুপরেখা সহ নতুন কমিটি গঠন করা হবে।