ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া আইসিপিতে পাকা ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ২০ ডিসেম্বর : ভারত, নেপাল এবং ভুটান সীমান্তবর্তী এলাকায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত কিছু পাকা বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন জায়গায় এই পাকা বাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এগুলির মধ্যে ছিল আগরতলা আখাউড়া সীমান্তে একটি কমপ্লেক্স।

আগরতলার আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোষ্টের পাশের ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই কমপ্লেক্সে রয়েছে প্রশিক্ষণ ভবন, উচ্চপদস্থ আধিকারিকদের আবাসিক ভবন, সাধারণ কর্মচারীদের আবাসিক ভবন। ত্রিপুরার পাশাপাশি এদিন তিনি পশ্চিমবঙ্গ এবং আসামের বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নেপাল এবং ভুটান সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এসএসবি। এই আবাসিক ভবন ও অফিসগুলি মূলত এই সকল সীমান্ত রক্ষী জওয়ানদের কাজকর্ম এবং থাকার জন্য নির্মাণ করা হয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আভ্যন্তরীণ সুরক্ষা বিশেষ করে নকশাল বাহিনীকে নির্মূল করার জন্য এসএসবি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপত্তা রক্ষার কাজে গিয়ে যে সকল সেনা জওয়ানরা শহীদ হয়েছেন তাঁদেরকেও এদিন শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?