আগরতলা, ১৮ ডিসেম্বর : ধলাই জেলার অন্তর্গত মনু রেলওয়ে স্টেশনে রেলওয়ে টিটিই অতুল কৌশিকের উপর হামলার ঘটনায় জড়িত তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজের সূত্র ধরে জিআরপি থানার পুলিশ ওই তিন মহিলাকে গ্রেফতার করেছে। তিন মহিলা উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথলের বাসিন্দা।
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে ওই তিন মহিলা অন্যদের সাথে যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে মনু রেলওয়ে স্টেশন থেকে আগরতলায় অবৈধভাবে কলা পরিবহন করছিল। টিটিই অতুল কৌশিক যাত্রীবাহী ট্রেনে বেআইনিভাবে পণ্য পরিবহন সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই তিন মহিলা সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে উঠে। তখন টিটিই তিন হাজার টাকা জরিমানা আরোপ করেন। এনিয়ে টিটিই এর সাথে বাকবিতন্ডা হয়। একসময় টিটিই অতুল কৌশিককে মনু স্টেশনে বেধড়ক মারধর করে ওই তিন মহিলা সহ আরও অনেকে। পরে টিটিই-কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিআরপি থানায় মামলা রুজু হয়। পুলিশ ওইদিনের ঘটনার ভিডিও ফুটেজের সূত্র ধরে তিন মহিলাকে গ্রেফতার করেছে। আরও কয়েকজন সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।