ধর্মনগর, ১০ ডিসেম্বর : পাগল কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। ধর্মনগরে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, কয়েকদিন যাবত কুকুরের কামড়ে আহত হয়ে শিশু থেকে বয়স্করা হাসপাতালে আসছেন। কিন্তু মঙ্গলবার ১০ থেকে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে জেলা হাসপাতালে এসেছেন। যার মধ্যে দশজনের অবস্থা খুবই খারাপ। দশজনকে বাজেভাবে কামড় দিয়েছে পাগল কুকুর। যা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ধর্মনগরে।
পাগল কুকুরের কামড়ে আহত পুলিশ আধিকারিক সুলেমান রিয়ান জানান, তাদের কাছে খবর আসে একটি কুকুর রাস্তায় যাকে তাকে কামড় দিচ্ছে। সেই খবর পাওয়ার পর তারা যখন ছুটে যায় রাজবাড়ি এলাকায় তখন কিছু বুঝে ওঠার আগেই তাঁকেও কামড় দিয়ে দেয় সেই পাগল কুকুর। এদিকে দমকল কর্মীদের কাছ থেকে জানা যায়, ধর্মনগর রাজবাড়ি এলাকা থেকে খবর আসে পুর পরিষদের এক মহিলা সাফাই কর্মীকে পাগল কুকুর কামড় দেয়। সাথে সাথে দমকল কর্মীরা ছুটে গিয়ে ওই মহিলাকেও ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তাছাড়াও আরো অনেক পথচারীকে কামড় দেয় এই পাগল কুকুর। আশ্চর্যের বিষয় হল কয়েকদিন যাবত পাগল কুকুর কামড়ানোর ঘটনা ঘটলেও ধর্মনগর পুর প্রশাসন বা বন দপ্তরের পক্ষ থেকে রাস্তায় ঘুরাঘুরি করতে থাকা বেওয়ারিশ কুকুরদের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।