আগরতলা, ৯ ডিসেম্বর : ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার আগরতলায় একটি বেসরকারি হোটেলে দু’দিন ব্যাপী মাল্টি-স্টেক হোল্ডার ন্যাশনাল কনসালটেশনের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে।
স্বাগত ভাষণ দেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ সমর্পিতা দত্ত। পরবর্তী সময়ে তাতে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা। উদ্বোধনী পর্বে ছিলেন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাঃ চিন্ময়ী দাস, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ। এই কর্মশালায় জেলা শাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরায় শিরাপথে মাদক দ্রব্য গ্রহণকারীদের সংখ্যা যাতে হ্রাস করা যায় এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।