সচেতনতাই টিবি রোগ প্রতিরোধে সবচেয়ে বড় অবলম্বন : মুখ্যমন্ত্রী

বিশালগড়, ৯ ডিসেম্বর : সঠিক সময়ে টিবি সনাক্তকরণ, পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং দ্রুত চিকিৎসা হচ্ছে টিবি বা যক্ষা মুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনতাই টিবি রোগ প্রতিরোধে সবচেয়ে বড় অবলম্বন। সোমবার বিশালগড়ের নতুন টাউনহলে ১০০ দিনের টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য থেকে টিবি রোগ চিরকালের জন্য নির্মূল করতে আশা ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এই অভিযানের সূচনা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল টিবি রোগ প্রতিরোধ করা। টিউবারকিউলোসিস (টিবি) একটি সংক্রামক ব্যধি, যা সঠিক সময়ে চিকিৎসা না হলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জেলার প্রতিটি বিদ্যালয়, গ্রামপঞ্চায়েতগুলিতে বাল্যবিবাহ ও বয়ঃসন্ধিকালে গর্ভধারণের পাশাপাশি টিবি রোগের প্রতিরোধমূলক শপথ প্রতি সপ্তাহে অন্তত একবার পাঠ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জিব দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা ডা. এইচ পি শর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, এসপি বি জে রেড্ডি, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?