খোয়াই, ৯ ডিসেম্বর : জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবেন, দপ্তরেরও সুনাম বৃদ্ধি পাবে। রাজ্যে মাছ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি করতে দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে বেকারদের সচেতনতা বৃদ্ধি করতে হবে ও উৎসাহিত করতে হবে। সোমবার খোয়াই জেলা প্রশাসনের কনফারেন্স হলে মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, মৎস্যচাষ ও প্রাণীপালন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই আত্মনির্ভর হতে পারবেন। গ্রামীণ এলাকার প্রাণীপালন ও মৎস্যচাষে আগ্রহীদের স্বরোজগারী করে তুলতে দপ্তরের আধিকারিকদেরও প্রয়াস নিতে হবে।গরীব অংশের মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ আরও বেশী করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।
পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, ভাইস চেয়ারপার্সন নিগম সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসুধন রায় প্রমুখ।