মোহনপুরে দিব্যাঙ্গজন চিহ্ণিতকরণ ও চলন সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৫ অক্টোবর।। মোহনপুর পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আজ সি আর সি’র (কম্পোজিট রিজিওন্যাল সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট, রিহাবিলিটেশান এণ্ড এমপাওয়ারমেন্ট অব পার্সন্স উইথ ডিজএবিলেটিস) উদ্যোগে এক অনুষ্ঠানে দিব্যাঙ্গজন চিহ্ণিতকরণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সহায়তায় কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের ৮৫ হাজার দিব্যাঙ্গজনদের চিহ্ণিত করেছে৷ তাদের হাতে প্রয়োজনীয় সংশাপত্রও তুলে দেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সহায়তায় বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে৷ এসব প্রকল্পের সুুবিধাগুলি তাদের কাছে পৌঁছে দিতে হবে৷ তিনি বলেন, মোহনপুরের রাঙ্গাছড়ায় খুব শীঘই দিব্যাঙ্গজনদের সহায়তায় একটি সি আর সি সেন্টার গড়েতোলা হবে৷ এতে বিদ্যালয়, প্রশিক্ষণকেন্দ্র, ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, সমাজসেবী শ্যামল দেবনাথ, সমাজসেবী তপন দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি আর সি’র ত্রিপুরা শাখার অধিকর্তা রাজেশ কুমার সিং৷ সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা৷ অনুষ্ঠানে মোহনপুর এলাকার ৩৪ জন দিব্যাঙ্গজনকে ট্রাই সাইকেল, হুইলচেয়ার, ওয়াকিং স্টিক, ক্র্যাচ ও ব্লাইণ্ড স্টিক দেওয়া হয়৷ অতিথিগণ তাদের হাতে এ সমস্ত সামগ্রী তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?