বিশালগড়, ৬ ডিসেম্বর : নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার পাঁচ নেশা কারবারি। শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে পাঁচ নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট, ১২৫টি ব্রাউন সুগারের কন্টেইনার, ১৭টি মোবাইল ও নগদ ২৫০০০ টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। ধৃতরা হল, অনুরূপম দত্ত, জামাল হোসেন. রাম দত্ত, জয়ন্ত ঘোষ এবং রাহুল সাহা। প্রত্যেকের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়তেই। বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ জানিয়েছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কয়েকজন নেশা কারবারির নামধাম জানা গিয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।