আগরতলা, ২০ নভেম্বর : সিয়াচিন সীমান্তে শহীদ ভারতীয় সেনাবাহিনীর নায়েক শুভঙ্কর ভৌমিকের মরদেহ বুধবার সন্ধ্যায় এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছালে রাজ্যপাল ইন্দুসেনা রেডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা শহীদ শুভঙ্কর ভৌমিকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল শহীদ শুভঙ্কর ভৌমিকের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের সিয়াচীনের গেলেশিয়া এলাকায় তুষার ধসে শহীদ হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ান ত্রিপুরার সন্তান শুভঙ্কর ভৌমিক। তাঁর বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। বুধবার রাজ্যে ফিরবে তাঁর কফিনবন্দি মৃতদেহ।
শহীদ শুভঙ্কর ভৌমিককের বাবা সুকুমার ভৌমিক জানান, তার বড় ছেলে সিআরপিএফ -এ চাকরিরত। দ্বিতীয় ছেলে শুভঙ্কর সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন। ছোট ছেলে বাড়িতে থাকে। মঙ্গলবার সকালে ছোট ছেলের কাছে ফোন আসে তার শুভঙ্কর শহীদ হয়েছেন। ঘটনাস্থল থেকে যখন হাসপাতালে নিয়ে আসার জন্য অন্যান্য জওয়ানরা রওয়ানা হয়েছিলেন সেই সময় শুভঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত অক্টোবর মাসে শুভঙ্কর বাড়িতে এসে তার স্ত্রী ও শিশু কন্যা সহ সকলের সাথে আনন্দ উপভোগ করে আবার কর্মস্থলে যোগদান করেছিলেন।