তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর : গভীর জঙ্গলের জুম চাষের টিলা ভূমিতে গুলিকাণ্ডে আটক এক জুমিয়া। ধৃত ব্যক্তির নাম সন্ধিরাম দেববর্মা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অধীন তুইবাগলাই এলাকায়।
জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বিশ্বমনি দেববর্মার সহধর্মিনী স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা আরো দুজন মহিলা গুরুতর আহত অবস্থায় স্বপ্না দেববর্মাকে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
এদিকে এই গুলিকান্ডের খবর পৌছায় মুঙ্গিয়াকামি থানায়। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তুইবাগলাই এলাকার এক জুমিয়া সন্ধিরাম দেববর্মাকে সন্দেহ মূলক তুলে নিয়ে আসে পুলিশ। সন্ধিরাম দেববর্মাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা সে নিজেই করেছে বলে স্বীকারোক্তি দেয়। এই খবর জানতে পেরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেনগুপ্ত মুঙ্গিয়াকামি থানায় পৌঁছায়। পরে সেখান থেকে মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ধৃত সন্ধিরাম দেববর্মাকে নিয়ে তুইবাগলাই এলাকায় পৌঁছায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি বন্দুকটি।
তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান, জুমিয়া সন্ধিরাম দেববর্মার বক্তব্য অনুযায়ী উৎপাদিত জুমের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। সন্ধ্যা হতেই বৃহস্পতিবার পাহারাই ছিল সন্ধিরাম দেববর্মা। চোর সন্দেহে দেশি বন্দুক থেকে গুলি চালায়। আর তাতে স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হন। ঘটনা ঘটিয়ে বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ধিরাম দেববর্মা।