কদমতলা, ১৫ নভেম্বর : বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর আহত ইলেকট্রিক অটোতে থাকা এক মহিলা, দুই শিশু ও এক স্কুল ছাত্রী। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হল রায়না বেগম (২৭) ও তার দুই বছরের কন্যা ও দশ বছরের ভাই এবং এক স্কুল ছাত্রী জাহারানা বেগম (১৮)। তাদের সকলের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া এলাকায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে।
জানা গেছে, একটি লরি দ্রুত গতিতে এসে শনিছড়া বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোতে ধাক্কা দেয়। এরপর একটি ওয়াগনার গাড়িতে ধাক্কা দেয়। এতে ওয়াগনার গাড়ি রাস্তার মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ এবং চালক সহ লরিটি থানায় নিয়ে যায়। রাস্তার ধারে এএস০১বিপি৮৩৪৯ নম্বরের ওয়াগনার গাড়ি এবং টিআর০৫এ২১২৯ নম্বরের ইলেকট্রিক অটো পড়ে থাকে। হঠাৎ করে ওয়াগনার গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনার খবর পেয়ে সেখানে যায় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা জানিয়েছে, তারা রাস্তার ধারে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন একটি লরি এসে তাদের ধাক্কা দেয়। এরপর তারা আর কিছু বলতে পারে না। শুক্রবার দুপুর দুইটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। চুরাইবাড়ি থানা সূত্রে জানা গেছে, লরি চালকের নাম সঞ্জিত দেবনাথ। তাকে লরি সহ আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ।