আগরতলা, ১৫ নভেম্বর : রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা প্রশস্ত করার জন্য উচ্ছেদ হওয়া শতাধিক পরিবারের লোকজন পুনর্বাসনের দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন৷ শুক্রবার দুপুরে শত শত নারী পুরুষ বর্ডার গোলচক্কর এলাকায় সড়ক অবরোধ আন্দোলন করেন৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দেখা দেয় তীব্র যানজট৷
জানা গিয়েছে, বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়৷ সেই মোতাবেক প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় বসবাসকারী শতাধিক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকাপয়সা দেওয়া হয়৷ কিন্তু, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি যে টাকা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে তা দিয়ে অন্য কোথায় গিয়ে বসবাস করা সম্ভব নয়৷ তাছাড়া সেখানে ঘরভাড়াও অনেক বেশি৷ তাই তাদের পক্ষে ভাড়া থাকাও সম্ভব নয়৷
এদিকে, বৃহস্পতিবার রাতে বুলডোজার নামানো হয় উচ্ছেদ অভিযানে৷ তাতে সেখানকার জন্য ভয়ে আসবাবপত্র নিয়ে ঘর থেকে বেড়িয়ে পড়েন৷ খোলা আকাশের নীচে রাত কাটান৷ সকাল হতেই আন্দোলনের পথে নামেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি৷ তাদের দাবি জায়গার বদলে জায়গা দিতে হবে৷ যদি না দেওয়া হয় তাহলে তারা সেখানে পুনরায় ঘরবাড়ি তৈরী করবেন৷ এই দিবেতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে শামিল হন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার৷