৩৫টি মোবাইল সহ পাঁচজন কুখ্যাত চোরকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ

আগরতলা, ১৪ নভেম্বর : চুরি যাওয়া ৩৫টি মোবাইল সহ পাঁচজন কুখ্যাত চোরকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে প্রত্যেকদিন চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। ১০ নভেম্বর জয়নগরের সঞ্জীব পালের বাড়ি থেকে মোবাইল নিয়ে যায় চোরের দল। এই বিষয়ে সঞ্জীব পাল পশ্চিম আগরতলা থানায় মামলা করেন। মামলা নিয়ে পুলিশ প্রথমে দু’জনকে থানায় নিয়ে আসে। তারা হল বিনয় সাহা ও উত্তম দাস। তাদের জিজ্ঞাসাবাদে আরো তিন চোরকে আটক করে। তাদের কাছ থেকে ৩৫টি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানান জয়নগরের সঞ্জীব পালের বাড়ি থেকে মোবাইল চুরি হওয়ার পর মামলা নিয়ে প্রথমে দুইজনকে জিজ্ঞাসাবাদের পরে আরো তিনজনকে আটক করা হয়। তারা হল সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ ও রাজিব শুক্লদাস। তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে পাঁচজনকে আদালতে তোলা হয়। পাশাপাশি তিনি আরও বলেন যে সমস্ত মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে এরমধ্যে ১০জন মোবাইল মালিকের পরিচয় পাওয়া গেছে। বাকিদের সাথে যোগাযোগ করে মোবাইলগুলি তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওসি পরিতোষ দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?