কুমারঘাট, ১৪ নভেম্বর : আরও এক ভূয়ো টিটিই আটক। ধর্মনগর-আগরতলা যাত্রী রেলে মনু স্টেশনে সকালে হোসেন আলী এবং রাতে পেঁচারথল স্টেশনে যাত্রীদের হাতে আটক হয় পেঁচারথল নিবাসী কৌশিক সরকার।
রেলে ভূয়ো টিটিই সেজে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে বার ঘন্টার ব্যাবধানে আটক দুই যুবক। ভূয়ো এই টিটিদের মধ্যে একজন কৈলাশহরের হোসেন আলী অন্যজন পেঁচারথলের কৌশিক সরকার। বুধবার পরপর দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। বুধবার সকালে প্রথমে টিটিইর বেশ ধরে রেল যাত্রীদের থেকে টিকিট পরিক্ষা ও জরিমানা আদায় করার সময় যাত্রীদের সন্দেহ হওয়ায় মনু স্টেশনে হোসেন আলীকে আটক করা হয়। টিটিইর পরিচয় পত্র হিসেবে তার কাছে থাকা আইডি কার্ডটিও ছিল ভুলে ভরা অর্থাৎ ভূয়ো। পরে তাকে রেল পুলিশের হাতে তুলে দেয় রেল যাত্রীরা।
এদিকে ঐ প্রতারক টিটিইর দাবি অনলাইনে কোন একটি চক্র তাকে রেলে চাকুরি পাইয়ে দেবার প্রলোভন দেয়। টিটিইর সাজে মোটা অঙ্কের অর্থ কামাইয়ের টোপ দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি টিটিই সাজার যাবতীয় সরঞ্জামও তার কাছে পাঠানো হয়েছে বলে দাবি ওই যুবকের। আর সেই লোভে পরে বুধবার সকালেই প্রথম টিটিইর সাজে রেলে উঠে একেবারে লেজেগোবরে অবস্থা ভূয়ো টিটিইর।
অনুরূপভাবে বুধবার রাতেও একই রেলে পেঁচারথল স্টেশন থেকে যাত্রীদের হাতে আটক হয় কৌশিক সরকার নামের আরো এক ভুয়ো রেল টিটিই। তাকে উত্তম মধ্যম দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেয় যাত্রীরা। দুই অভিযুক্তকেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে রেলওয়ে থানার পুলিশ। রেলে একই দিনে পরপর দুই ভূয়ো টিটিইর প্রতারণার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ওয়ে যাত্রীদের মধ্যে।