স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১৪ অক্টোবর।। সাব্রুম থানার অন্তর্গত হার্বাতলী এডিসি -ভিলেজের সাধুপাড়াতে ১৯ বছরের এক উপজাতি গৃহবধূকে এলাকারই বাসিন্দা অচি ত্রিপুরা নাম এক যুবক ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূ স্বামীকে ভাত দিতে সাধুপাড়া বাজারে আসে। ঐ গৃহবধূ স্বামীকে দোকানে ভাত দিয়ে গরু নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁর পিছু নেয় অচি এিপুরা । গৃহবধূটির পিছনে পিছনে বাইক দিয়ে অনুসরণ করছিল সে। হঠাৎ সামনে গিয়ে জঙ্গলের রাস্তাতে একা পেয়ে নিজের বাইকটি সামনে দাড় করিয়ে ঐ গৃহবধূর উপর ঝাপিয়ে পড়ে বলে অভিযোগ। জোড় পূর্বক ঐ ১৯ বছরের গৃহবধূটিকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ।
গৃহবধূর চিৎকারে অচি এিপুরা সাথে সাথে কাওকে না বলার জন্য হুমকি দেয়। ৫০০ টাকা ছুড়ে দিয়ে চলে যায় অভিযুক্ত। গৃহবধূ সাথে সাথে বাড়ীতে গিয়ে নিজের স্বামী ও পরিবারের লোকজনদের জানায়। এলাকাতে বিচার সভা বসে। এলাকার কিছু মানুষ নির্যাতিতা ১৯ বছরের উপজাতি গৃহবধূকে থানায় না গিয়ে অভিযোগ না দেওয়ার জন্য বলে। বিনিময়ে ৬০০০ হাজার টাকা প্রদানের কথা জানানো হয় বলে জানান পরিবারের সদস্যরা। এই গ্রাম্য সভায় বিচার না পেয়ে মঙ্গলবার রাতে সাব্রুম থানায় মামলা দায়ের করে নির্যাতিতা। অভিযোগ পেয়ে সাব্রুম থানার পুলিশ তদন্তের জন্য এলাকাতে রাতেই ছুটে যায়।