আগরতলা, ১৩ নভেম্বর : আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরনো ভবন এলাকায় আগামীকাল অর্থাৎ ১৪ নভেম্বর ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া শুরু হবে সকাল ১১টায়। বুধবার সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার একথা জানান।
তিনি জানান, এনডিআরএফ, টিএসআর, সিআরপিএফ, পুলিশ সহ বিভিন্ন এজেন্সির ২০০ জন এই মহড়ায় অংশ নেবেন। জেলা শাসক আরও বলেন, আমাদের রাজ্য ভূকম্পন প্রবণ এলাকায় সিসমিক জোন ৫এ অবস্থান করছে। ভূমিকম্প হলে আগরতলা বিমানবন্দরে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে সেই প্রস্তুতি দেখতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জনগণকে এবিষয়ে সচেতন করাও মহড়ার উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনাও উপস্থিত ছিলেন।