গন্ডাছড়া, ১৩ নভেম্বর : ধলাই জেলার গন্ডাছড়ায় ডেঙ্গু জ্বরের রোগী সনাক্ত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য বুধবার জরুরী ভিত্তিতে পাঠানো হল কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে। সংবাদ ছড়িয়ে পড়তেই আতঙ্ক গোটা গন্ডাছড়া মহকুমায়।
জানা গিয়েছে, ভাইফোঁটা উপলক্ষে মেলাঘর থেকে গন্ডাছড়ার ষাটকার্ডের বাসিন্দা প্রিয়জিৎ সাহার বাড়িতে আসেন পূজা সাহা। প্রিয়জিৎ সাহা জানান, পূজা সাহা তাঁদের বাড়িতে আসার পর থেকেই দিনরাত জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার প্রিয়জিতের পরিজনরা জ্বরে আক্রান্ত পূজাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। মহকুমা হাসপাতালের চিকিৎসক সুব্রত দাস রোগীর অভিভাবককে কিছু পরীক্ষা করার নির্দেশ দেন। পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েই মঙ্গলবার রাতেই ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করেন।
পাশাপাশি রোগীর অভিভাবককে জানিয়ে দেন যে রোগী পূজা সাহার শরীরে ডেঙ্গু সনাক্ত হয়েছে। আর্থিক সমস্যার কারণে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত রোগী পূজাকে কুলাই হাসপাতালে নেওয়া সম্ভব না হলেও বুধবার সকালে সরকারী এম্বুলেন্সে কুলাই জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।