আগরতলা, ১১ নভেম্বর : আগরতলা শহরের বিভিন্ন এলাকায় চোরের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠছে জনগণের। নির্জন বাড়ি পেলেই চোরের দল সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে। তবে, একটি মামলায় পাঁচ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, কয়েকদিন আগে শহরের জয়নগর এলাকার যোগেশ মজুমদারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ইত্যাদি চোরের দল নিয়ে যায়। বাড়ির মালিক যোগেশ মজুমদার বাড়িতে এসে দেখতে পান ঘরের জিনিসপত্র আগোছালো। তখন বাড়ির সিসি ক্যামেরা দেখে চোরের দলকে সনাক্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করলে পরে তারা অস্বীকার করে। পরিশেষে যোগেশ মজুমদার পশ্চিম আগরতলা থানায় মামলা করেন তাদের নাম ধাম সহকারে।
মামলা নিয়ে তদন্তে নেমে রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ পাঁচ চোর সহ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করে। সোমবার সদরের এসডিপি দেবপ্রসাদ রায় জানান, যোগেশ মজুমদারের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস সহ পাঁচ চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সদরের এসডিপিও।