শরিকি চাপ বাড়াতে দিল্লি গেলেন আইপিএফটির মন্ত্রী-বিধায়কগণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ অক্টোবর।। শরিকি চাপ বাড়াতে দিল্লি গেলেন আইপিএফটির মন্ত্রী-বিধায়কগণ। জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে চারজন বিধায়ক কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন দাবি আদায়ে বুধবার আগরতলা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাতের প্রত্যাশায় রয়েছেন তাঁরা। আজ আগরতলার এমবিবি বিমানবন্দরে জনজাতি মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দলীয় বিধায়কদের নিয়ে দিল্লি যাচ্ছি। তাঁর সাথে রয়েছেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, সিন্ধুচন্দ্র জমাতিয়া এবং প্রশান্ত দেববর্মা।

তাঁর কথায়, ১৫ থেকে ১৭ অক্টোবর দিল্লিতে বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, তিপ্রাল্যান্ড গঠন, হাইপাওয়ার মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ এবং সংবিধানের ১২৫ তম সংশোধনী সংসদে পাশ করানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করব। সাথে এডিসি নির্বাচন এবং ব্রু শরণার্থী ইস্যুতেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি জানান, ডোনার মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথেও দেখা করার পরিকল্পনা রয়েছে। অবশ্য এ মুহূর্তে দিল্লি সফরে গিয়ে শরিক দল বিজেপি-র উপর চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?